ছেলেদের সঙ্গে কথা বলতে ভয় লাগে মাহির
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:৩৪ পিএম, ২ ডিসেম্বর ২০২৪ সোমবার
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি সম্প্রতি তার জীবনের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। তিনি জানান, জীবনে প্রেমের চেয়ে পড়াশোনায় বেশি মনোযোগ দিয়েছেন, তিনি ছেলেদের সাথে কথা বলতে ভয় পেতেন। কিন্তু গত ৪-৫ বছরে তিনি ২ টা প্রেম করেছেন।
মাহি বলেন, জীবনে প্রেমের চেয়ে পড়াশোনায় বেশি মনোযোগ দিয়েছি। পড়াশোনা আমাকে জীবনের চমক এনে দিয়েছে।
তিনি আরও বলেন, অভিনয়ে আসার আগে মডেলিং করতাম। তারপর নাটকে অভিনয় শুরু করি। এখন চলচ্চিত্রে কাজ করার জন্য প্রস্তুত আছি।
বর্তমানে মাহি টিভিসি, ওভিসি এবং ফটোশুট নিয়ে ব্যস্ত আছেন। তিনি জানান, গত তিন মাসে মাত্র একটি নাটকে অভিনয় করেছি। এখন টিভিসি এবং ওভিসির শুটিং নিয়ে ব্যস্ত আছি।
মাহি তার ক্যারিয়ারে মানের দিকে বেশি গুরুত্ব দেন। তিনি বলেন, সংখ্যার চেয়ে মানের দিকে নজর দিতে চাই। কম কাজ করলেও মানসম্মত কাজ করতে চাই।
প্রেম ও বিয়ে নিয়ে মাহি বলেন, প্রেম যেমন ছিল তেমনই আছে। তবে বিয়ে নিয়ে আপাতত ভাবছি না। বিয়ে ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি। যখন কপালে থাকবে তখনই হবে। এখন কাজেই ডুবে থাকতে চাই।
সামিরা খান মাহি তার ক্যারিয়ারে মানসম্মত কাজের প্রতি গুরুত্ব আরোপ করে চলেছেন এবং ভবিষ্যতে চলচ্চিত্রে কাজ করার জন্য প্রস্তুত আছেন।
এসএস//