‘মিথ্যা খবর প্রচার করছে ভারতের মিডিয়া’
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:০৫ পিএম, ২ ডিসেম্বর ২০২৪ সোমবার | আপডেট: ০২:২৬ পিএম, ২ ডিসেম্বর ২০২৪ সোমবার
ভারতের গণমাধ্যম বাংলাদেশ নিয়ে অনেক মিথ্যা খবর প্রচার করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রংপুরের পীরগঞ্জে কোটা আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
সংখ্যালঘু ও ইসকন ইস্যু নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখানে (বাংলাদেশে) কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমাদের সম্পর্কে অনেক মিথ্যা প্রচার করে। বাংলাদেশের গণমাধ্যম সত্য খবর প্রচারের মাধ্যমে তাদের মিথ্যা প্রচারকে বন্ধ করতে পারে। এতে যারা মিথ্যা ঘটনা প্রচার করছে তাদের মুখে চুনকালি পড়বে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নীত হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘একটা ঝড়ের পর ঘর ঠিক করতে যেমন সময় দরকার, তেমনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির পুরোপুরি ঠিক হতে আরও সময় লাগবে। তারপরও অনেক উন্নতি হয়েছে।’
ঢালাও মামলা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অন্তরালের ভেতরে যারা মিথ্যা মামলা দিচ্ছে, মিথ্যা মামলাকারীদের আইনের আওতায় আনার ব্যবস্থা করছি। শুধু তাই নয় মামলা তদন্তে আমরা একটা কমিটি করে দিচ্ছি, যে কমিটির সদস্য হবে ডিসি-এসপিরা। সেই তদন্ত কমিটি দেখবে, যারা দোষী তাদের বিচারের আওতায় আনা। আর যারা দোষী না তাদের ছেড়ে দেওয়া হবে। আমাদের বক্তব্য হচ্ছে, কেউ যেন মিথ্যা মামলায় হয়রানির শিকার না হয়।
আবু সাঈদের হত্যা মামলা প্রসঙ্গে তিনি বলেন, ইতোমধ্যে তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলার দ্রুত শুনানি শুরু হবে। কোনো আসামি ঘুরে বেড়াচ্ছে এমন তথ্য পেলেই তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।
ইসকনের ব্যাপারে কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ইসকনের ব্যাপারে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে আপনারা জানতে পারবেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, বর্তমানে পুলিশের নিয়োগ হচ্ছে। কোনোরকম অনিয়ম ছাড়াই পুলিশে নিয়োগ হচ্ছে। আমরা পুলিশের নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের সুপারিশ করি নাই। আমরা একটা ফেয়ার নিয়োগ হোক সেটাই চাচ্ছি। আপনারা কোনো অনিয়ম পেলে আমাদের জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। আপনারা আমারও কোনো দুর্নীতি কিংবা অনিয়ম পেলে প্রকাশ করবেন।
এর আগে তিনি আবু সাঈদের কবরে শ্রদ্ধা জানান এবং কবর জিয়ারত করেন। উপদেষ্টার সঙ্গে রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএস//