ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৮ ১৪৩১

বাংলাদেশ-ভারত সম্প্রীতি নিয়ে পোস্ট, বিপাকে কন্ঠশিল্পী লগ্নজিতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫১ পিএম, ২ ডিসেম্বর ২০২৪ সোমবার | আপডেট: ০৩:৫৩ পিএম, ২ ডিসেম্বর ২০২৪ সোমবার

ভারতের কলকাতার জনপ্রিয় কন্ঠশিল্পী লগ্নজিতা চক্রবর্তী। কলকাতার পাশাপাশি বাংলাদেশেও বেশ জনপ্রিয় তিনি। মাঝেমধ্যেই নিজের গান নিয়ে খবরের শিরোনাম হন তিনি। বিশেষ করে কলকাতার আরজি কর-কাণ্ডের সময় লগ্নজিতা সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রেন্ডিং ছিলেন। এসব রেশ মিটতেই আরও একবার সোশ্যাল মিডিয়ায় আলোচনার মুখে পড়লেন এই গায়িকা। তবে এবার কারণটা ভিন্ন। সম্প্রতি বাংলাদেশ ইস্যুতে  'হিন্দু-মুসলিম' প্রসঙ্গ টেনে ফেসবুকে নিজের মতামত জানিয়েছিলেন লগ্নজিতা।

আর এরপরই সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রোলিংয়ের মুখে পড়তে হয় লগ্নজিতাকে। তীব্র কটাক্ষ, বিদ্রুপ ও হুমকির দেওয়া হয় গায়িকাকে। পাল্টা জবাব দিয়েছিলেন তিনি। তবে তারপরেও ট্রোলিং বা থ্রেট বন্ধ হয়নি। অগত্যা সোশ্যাল মিডিয়ার পাতা থেকে নিজের সমস্ত পোস্ট ডিলিট করে দিলেন লগ্নজিতা চক্রবর্তী।

শনিবার লগ্নজিতা তার ফেসবুক পোস্টে লেখেন, ‘ভেবেছিলাম এই হিন্দু মুসলিমের ব্যাপারটা আমরা পেরিয়ে এসেছি, অনেক দিন, বছর, কাল আগেই। কোনওদিন ভাবিনি ২০২৪ সালে দাঁড়িয়ে, এই বিষয়টা নিয়ে একটা পোস্ট করতে হবে। এটা অতীত হয়ে গেছে, এমনটাই আমার ভাবনা ও চিন্তা ছিল।’ 

ফেসবুকে এই পোস্ট করতেই গায়িকাকে নিয়ে ট্রোল-সমালোচনা শুরু হয়ে যায়। অনেকেই লেখেন লগ্নজিতা কিছুই জানেন না এই সম্পর্কে। আবার অনেকে লেখেন, গায়িকাকে তো বাংলাদেশের শ্রোতা ধরে রাখতে হবে। 

এসব ট্রোল যদিও চুপ করে হজম করেননি গায়িকা। তিনিও পাল্টা জবাব দিয়েছেন। গায়িকা লেখেন, ‘অনেকে বলছেন, এই যে আমার হিন্দু মুসলিম নিয়ে ভাগ করতে ইচ্ছে করে না, করছে না। এটার কারণ নাকি সিপিএমের ৩৪ বছরের শাসন, আমি নাকি কলকাতা এবং পশ্চিমবঙ্গ এবং ভারতে কী হয় কিছুই জানি না, আমি নাকি খুবই অশিক্ষিত, আমার আরও শিক্ষিত হওয়া উচিত ছিল ইত্যাদি ইত্যাদি।’

‘সে তো বুঝলাম।  কিন্তু আমি তো হিন্দু-মুসলিম যে ভাই-ভাই, এটা রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এনাদের থেকে শিখেছিলাম। তো রবীন্দ্রনাথ আর নজরুলও কি সিপিএম ছিলেন? জাস্ট জানতে চাইছি।’ 

এরপর গায়িকা একাধিক ট্রোল প্রসঙ্গে পাল্টা লেখেন, ‘শুনুন, থ্রেট শুনে আজকাল হুমকিরও বিরক্ত লাগে। যেকোনও জিনিস একঘেয়ে হয়ে গেলে যা হয় আরকি। আমি তো আপনার অফিস যাওয়া নিয়ে কিছু বলছি না। আমার গান গাওয়া নিয়ে আপনার এত সমস্যা কোথায়?’ 

এরপর মহাত্মা গান্ধীর মন্তব্যও শেয়ার করে লগ্নজিতা লেখেন, ‘তাহলে এখন থেকে আমি কংগ্রেস হয়ে গেলাম (যেভাবে আপনারা ট্রেন্ড ঠিক করে দিচ্ছেন আরকি)।

তবে রোববার এই পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই গায়িকা তার পুরোনো সব পোস্ট ডিলিট করে দেন। এরপরই আরও একটি পোস্ট করেন লগ্নজিতা। 

যেখানে তিনি লেখেন, আমার পরিবার (আমার ব্যক্তিগত জীবন) এবং আমার ব্যান্ড (আমার পেশাদার জীবন)-এর কাতর অনুরোধ, তাদের যেন আর অসম্মান না হয়, আমি আমার সমস্ত পোস্ট ডিলিট করতে বাধ্য হলাম। সমালোচনাকারীরা, আপনার জিতে গেলেন। আনন্দ করুন। 

এমবি