বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনালদো
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৪৫ পিএম, ৩ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার | আপডেট: ০৪:৪৭ পিএম, ৩ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার
বিশ্ব ফুটবলের দুই মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। এই দুই ফুটবলার বয়স হয়েছে, এর মধ্যে ছেড়েছেন ইউরোপও। তবু মাতিয়ে রেখেছেন ফুটবল দুনিয়া। ফিফপ্রোর ২০২৪ সালের বছরের একাদশের জন্য ২৬ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন এ দুই তারকা।
মেসি ও রোনালদো এ তালিকায় জায়গা করে নিয়েছেন ফুটবলারদেরই ভোটে। ২৬ জনের সংক্ষিপ্ত তালিকায় কেবল ইউরোপের বাইরের খেলোয়াড়ও তারা দুজন।
৩৯ বছর বয়সি রোনালদো খেলছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। ৩৭ বছর বয়সি মেসি খেলছেন মেজর সকাল লিগের ক্লাব ইন্টার মায়ামিতে। ইউরোপের বাইরে গিয়ে বড় কোনো লিগে না খেললেও এখনো ফুটবলারদের নজরেই সেরা একাদশে জায়গা পাওয়ার যোগ্য তারা।
মেসি-রোনালদোর বাইরে বাকি ২৪ জনই ইংল্যান্ড, জার্মানি, স্পেন এবং ফ্রান্সের ক্লাবে খেলা ফুটবলার। ইতালি বা লাতিন আমেরিকার ক্লাবে খেলা কোনো ফুটবলার ২৪ জনের তালিকায় নেই।
স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ ৮ জন ফুটবলার বিশ্বের সেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় আছেন।। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির আছেন ৭ জন। বার্সেলোনা থেকে মাত্র এক জন ফুটবলার এই তালিকায় রয়েছে।
ফুটবলারদের ভোটে নির্বাচিত হয়ে এই তালিকায় নাম উঠেছে ২৬ জনের। সেরা একাদশে সেই সব ফুটবলারেরা থাকবেন, যারা নিজেদের বিভাগে বেশি ভোট পাবেন। বিভাগগুলো গোলরক্ষক, ডিফেন্ডার, মিডফিল্ডার এবং ফরোয়ার্ড এই চারটি ভাগে ভাগ করা হয়েছে।
ফিফপ্রোর বিশ্ব একাদশের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন যারা:
গোলরক্ষক: এডারসন, এমিলিয়ানো মার্তিনেজ, ম্যানুয়াল নয়্যার।
ডিফেন্ডার: দানি কারভাহাল, রুবেন দিয়াজ, ভার্জিল ফন ডাইক, জেরেমি ফ্রিমপং, আন্তোনিও রুডিগার, উইলিয়াম সালিবা, কাইল ওয়াকার।
মিডফিল্ডার: জুড বেলিংহ্যাম, কেভিন ডি ব্রুইনা, ফিল ফোডেন, টনি ক্রুস, লুকা মদ্রিচ, জামাল মুসিয়ালা, রদ্রি, ফেদেরিকো ভালভের্দে।
ফরোয়ার্ড: আর্লিং হলান্ড, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, কোল পালমার, ক্রিস্টিয়ানো রোনালদো, ভিনিসিউস জুনিয়র, লামিন ইয়ামাল।
এমবি