ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

আগরতলায় হয়রানির শিকার হচ্ছেন বাংলাদেশীরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

প্রকাশিত : ০৮:৩৯ পিএম, ৩ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে চাপা উত্তেজনা বিরাজ করছে। ভারত থেকে ফিরে আসা বেশ কয়েকজন বাংলাদেশী সীমান্তের ওপাড়ে হয়রানি ও হামলার অভিযোগ করেছেন। 

এতে পণ্য পরিবহন স্বাভাবিক থাকলেও এ বন্দর দিয়ে যাত্রী পারাপার প্রায় অর্ধেকে নেমে এসেছে।
 
পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। প্রতিদিন এ বন্দর দিয়ে ৫শ থেকে ৬শ যাত্রী পারাপার করলেও ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের পর প্রভাব পড়েছে দু’দেশের যাত্রী পারাপারের উপর। 

গুরুত্বপূর্ণ এ বন্দর দিয়ে পণ্য রপ্তানি স্বাভাবিক থাকলেও আজ যাত্রী পারাপার অর্ধেকে নেমে এসেছে। ভারত থেকে আগত যাত্রীরা জানান, রোববার থেকে আগরতলায় কোনো বাংলাদেশি যাত্রীকে হোটেল ভাড়া দেয়া হচ্ছে না। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বাধ্য হয়ে যাত্রীরা প্রয়োজনীয় কাজ না সেরেই দেশে ফিরে আসছেন। 

পাশাপাশি সীমান্তের ওই পার থেকে ফিরে আসা যাত্রীরা শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত হয়েছেন বলে অভিযোগ করেছেন। ভারতীয়দের এহেন আচরণে বাংলাদেশী যাত্রীদের মধ্যে চাপা ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। 

আগরতলা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে অশগ্রহণকারী বাংলাদেশের নারায়ণগঞ্জের ব্যবসায়ী মজিবুর রহমান জানান, উগ্রবাদীরা তার উপর উপর হামলা করে তার সর্বস্ব ছিনিয়ে নেয়। 

এএইচ