ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

সীমান্তে সতর্কাবস্থায় বিজিবি, বাড়ানো হয়েছে নজরদাড়ি

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ৪ ডিসেম্বর ২০২৪ বুধবার

সাম্প্রতিক কিছু ঘটনায় দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় যে কোন ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ও অপতৎপরতা রোধে সতর্কাবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। 

সেই সাথে সীমান্তে নজরদাড়ি বাড়ানোসহ সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

জয়পুরহাট ২০-বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, হিলি সীমান্তে বিজিবি সবসময় সতর্কাবস্থায় রয়েছে যা আগেও ছিল এখনো রয়েছে। সাম্প্রতিক কিছু ঘটনাকে ঘিরে সীমান্তে জনবল বাড়ানো হয়েছে সেই সাথে নজরদাড়ি বাড়ানো হয়েছে। 

সেই সাথে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে আমরা সবসময় সতর্কাবস্থায় রয়েছি  বলেও জানিয়েছেন তিনি।

এএইচ