ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

আদালতের বিচার কার্যক্রম মোবাইলে ধারণ করতে গিয়ে আটক

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৪:০৮ পিএম, ৪ ডিসেম্বর ২০২৪ বুধবার

মৌলভীবাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচার চলাকালে ভিডিও ধারণ করতে গিয়ে একজনকে আটক করে সাজা দিয়েছে আদালত।

মৌলভীবাজার কোর্টের জিআরও এএসআই (নি:) মো. কবির হোসেন জানান, মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে একটি মামলায় মেহেদী হাসান নামীয় একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণকালে তার ভাগিনা মামুন আহমেদ মোবাইলে আদালতের কার্যক্রম ভিডিও করছিলেন। 

বিষয়টি আদালতের সহায়ক কর্মচারী বিজ্ঞ বিচারক এম. মিজবাহ উর রহমানের নজরে আনলে বিচারক উক্ত ব্যক্তিকে আটকের নির্দেশ দেন। 

পুলিশ ওই সময় ঘটনাস্থল থেকে ওই যুবককে আটক করে। এ সময় আটককৃত ব্যক্তির হাতে থাকা মোবাইলে আদালতের কার্যক্রম ভিডিও করার সত্যতা মেলে। 

পরে আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সে তার নাম মামুন আহমেদ, পিতা-দিলুমিয়া, মাতা-পারুল বেগম, সাং-উত্তরখলগাঁও, দক্ষিণভাগ, ডাক-করিমপুর, থানা-রাজনগর, জেলা-মৌলভীবাজার মর্মে প্রকাশ করেন। 

আটককৃত ব্যক্তি মামুন আহমেদের উক্ত কর্মকাণ্ডের কারণে বিচারিক কার্যক্রমের বাধা সৃষ্টি হওয়ায় এবং বিনা অনুমতিতে আদালতের কার্যক্রম মোবাইল ফোনে ভিডিও করার অপরাধে ২শ’ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন বিচারক।

এএইচ