ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১৩ ১৪৩১

আইনজীবী আলিফ হত্যার প্রধান আসামি চন্দন ভৈরবে গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০২ এএম, ৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার

উগ্রবাদী হিন্দু জঙ্গি সংগঠন ইসকন সদস্যদের হামলায় নিহত চট্টগ্রামের আইনজীবী আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত পৌনে বারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনের নেতৃত্বে পুলিশ ভৈরব রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আইনজীবী আলিফ হত্যায় চট্রগ্রাম কোতোয়ালী থানার দায়ের করা মামলার প্রধান আসামি চন্দন। ঘটনার পর শ্বশুড় বাড়ি ভৈরবে আত্মগোপনে ছিলেন তিনি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ভৈরব থানার ওসি মো. শাহিন মিয়া জানান, ঘটনার পর মামলা হলে প্রধান আসামি চন্দনকে ধরতে চট্টগ্রাম ডিবি গত দুদিন ধরে ভৈরবে অবস্থান করছিল। ডিবি জানতে পারে আসামি চন্দনের শ্বশুরবাড়ি ভৈরব এলাকায়। কিন্তু ডিবি তার খোঁজ পাচ্ছিল না। বুধবার তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানতে পারে তিনি ভৈরবে অবস্থান করছেন। পরে এ খবর আমাদেরকে জানানো হলে পুলিশ সন্ধ্যার পর থেকে ভৈরব রেলস্টেশনে অবস্থান নেয়। রাত ১১টার দিকে ওসি শাহিন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে রেলস্টেশন এলাকা থেকে আটক করতে সক্ষম হয়। 

ওসি আরও বলেন, বর্তমানে থানা হেফাজতে তাকে রাখা হয়েছে। গ্রেফতারের বিষয়টি চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশকে অবগত করা হয়েছে। পুলিশ চট্টগ্রাম থেকে আসলেই তাকে হস্তান্তর করা হবে। 

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর চট্টগ্রামের এসি দত্ত রোডের এক বিল্ডিংয়ের সামনে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করা হয়। হত্যার ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। 

উক্ত মামলার ১নং আসামি চন্দন। এ মামলায় পুলিশ আগেই ৯ জনকে গ্রেফতার করলেও প্রধান আসামি চন্দন ঘটনার পর থেকে পলাতক ছিল। অবশেষে তিনি পুলিশের হাতে গ্রেফতার হলেন।

এএইচ