ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

সৌদি আরবে চলতি বছর ৩০০ মৃত্যুদণ্ড কার্যকর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:০৬ পিএম, ৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার

সৌদি আরবে চলতি বছরে তিন শতাধিক লোকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সর্বশেষ গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ নিয়ে দেশটিতে এক বছরে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজন্সি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে জানিয়েছে, মাদক চোরাচালানের মামলায় তিনজনকে ও হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ নিয়ে চলতি বছর সৌদিতে ৩০৩ জনকে মৃত্যুদণ্ড দিল দেশটির সরকার।
২০২২ সালে সৌদি আরব মাদক অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকরের ওপর তিন বছর ধরে স্থগিত থাকা আদেশের অবসান ঘটিয়ে পুনরায় মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

এই স্থগিতাদেশ অবসানের ফলে নারীদের মৃত্যুদণ্ডের প্রবণতাও বেড়েছে বলে ধারণা করা হয়।

সরকারি সৌদি প্রেস এজেন্সির বরাতে বার্লিন-ভিত্তিক ইউরোপীয়-সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ২০২৪ সালে রেকর্ড সংখ্যক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত সাত নারীর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে যার মধ্যে তিনটিই মাদক সংক্রান্ত।

সেপ্টেম্বরে মানবাধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করেছিল, সৌদি কর্তৃপক্ষের মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ইতোমধ্যেই ১৯৬-এ দাঁড়িয়েছে, যা এক দশকের মধ্যে সর্বোচ্চ। সংস্থাটির ২০২৩ সালের তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকরের দিক থেকে বিশ্বে সৌদি আরবের অবস্থান তৃতীয়।

সূত্র: মিডল ইস্ট আই

এসএস//