ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

মালয়েশিয়ায় বন্ধ করে দেয়া হলো বাংলাদেশি মসজিদ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৩৮ পিএম, ৬ ডিসেম্বর ২০২৪ শুক্রবার

মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশেদের উদ্যোগে তৈরি করাে একটি মসজিদ বন্ধ করে দিয়েছে সিটি করপোরেশন (ডিবিকেএল)। রাজধানীর বুকিত বিনতাংয়ের জালান নাগাসারি এলাকায় দীর্ঘ ১৩ বছর আগে গড়ে ওঠা ‘সুরাও আল খায়ের’ নামের একটি মসজিদ বন্ধ করে দিয়েছে কুয়ালালামপুর সিটি করপোরেশন (ডিবিকেএল)।

শুক্রবার (৬ ডিসেম্বর) জুমার নামাজের আগ-মুহূর্তে কুয়ালালামপুর সিটি করপোরেশন ও আগামা ইসলাম’র উপস্থিতিতে মসজিদটি বন্ধ করা হয়।
 
জানা যায়, ১৩ বছর আগে বাংলাদেশি ব্যবসায়ী হাজী কবির তার দোকানের পাশে খালি জায়গায় প্রবাসী বাংলাদেশিদের পাঞ্জেগানা নামাজ আদায়ের জন্য এই মসজিদটি নির্মাণের উদ্যোগ নেন। এরপর প্রবাসী ব্যবসায়ী দাতো কালাম, ইসমাইল, রাসেল রানাসহ অনেকের তত্ত্বাবধানে মালয়েশিয়ান মুদ্রায় প্রায় ৬০ হাজার রিঙ্গিত খরচ করে মসজিদটি নির্মাণ করা হয়।
 
প্রবাসীদের উদ্যোগে তৈরি করা এই মসজিদটিতে প্রতিটি পাঞ্জেগানা নামাজে প্রায় ৬০০ থেকে ৭০০ জন মুসল্লি নামাজ আদায় করতেন। এছাড়া জুমার নামাজে বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রায় দেড় হাজার মুসল্লির সমাগম হতো মসজিদটিতে। 
 
মসজিদটি বন্ধ হওয়ার কারণ জানতে চাইলে এটির তত্ত্বাবধানে থাকা রাসেল রানা জানান, কুয়ালালামপুর সিটি করপোরেশন তাদের জানিয়েছে, মসজিদটি সিটি করপোরেশনের জায়গায় নির্মাণ করা হয়েছে। যা মালয়েশিয়ার আইনের বহির্ভূত।
 
মালয়েশিয়ার রুল অব ল-এর নীতি অনুসরণ করে সব বিদেশিকে দেশটির আইনের প্রতি শ্রদ্ধা রেখে বিধিব্যবস্থা মেনে চলার কথা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। 
 
এদিকে জুমার নামাজ পড়তে আসা এক প্রবাসী বাংলাদেশি জানান, বুকিত বিন্তাংয়ে হাজার হাজার বাংলাদেশির বসবাস। এখানে একমাত্র বাংলাদেশি কমিউনিটির মসজিদ ছিল এটি। নিজেদের তৈরি মসজিদে বাংলায় খুতবায় নামাজ আদায় করে নিজেদের কাছে স্বস্তি লাগতো। 
 
এসময় তিনি কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে এই এলাকায় বাংলাদেশি মসজিদ নির্মাণের দাবি জানান।

এমবি