আবারও সড়কে নামার হুঁশিয়ারি দিলেন সারজিস
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:০৭ পিএম, ৭ ডিসেম্বর ২০২৪ শনিবার | আপডেট: ০৫:৩৮ পিএম, ৭ ডিসেম্বর ২০২৪ শনিবার
শেখ হাসিনা ও তাদের দোসররা নতুন রূপে ফিরে আসতে চাইছে বলে অভিযোগ করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি বলেছেন, নানামুখি ষড়যন্ত্র হচ্ছে। তাদের প্রতিহত করতে প্রয়োজনে ছাত্র-জনতা আবারও সড়কে নামবে বলেও হুঁশিয়ার করে দেন।
আজ শনিবার চট্টগ্রামে ছাত্র জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানে আহত-নিহতের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রামের ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানে নিহত পরিবারকে আর্থিক সহায়তা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। চট্টগ্রামের প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিটে আয়োজিত সভায় যোগ দেন নিহতদের স্বজনরাসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মিরা।
এসময় আর্থিক সহায়তা নিতে আসা শহীদ পরিবারের সদস্যদের কান্নায় পুরো হল জুড়ে আবেগঘন পরিবেশ তৈরি হয়। এসময় তারা নির্মম হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফাতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জুলাই শহীদ স্মৃত ফাউন্ডেশন সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, শেখ হাসিনা ও তাদের দোসররা নতুন রূপে ফিরে আসতে চাইছে। খুনিদের যাতে বাংলার মাটিতে পূর্নাবাসন করতে না পারে এবং তাদের বিচার যাতে এই বাংলার মাটিতে হয় তার জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত আছি বলে জানানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা।
সারজিস আলম বলেছেন, হাসিনা যদি একজন প্যাথলজিক্যাল খুনি না হয়, তাহলে তো সে ২ হাজার খুন করতে পারতো না। কোনো একটা জীবনের প্রতি যদি তার মায়া থাকতো, তাহলে সে এতো জীবন ঝরাতে পারতো না।
অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগের ১০৫টি পরিবারকে ৫লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
এএইচ