দামেস্ক ছেড়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:২৪ এএম, ৮ ডিসেম্বর ২০২৪ রবিবার | আপডেট: ১০:০৯ এএম, ৮ ডিসেম্বর ২০২৪ রবিবার

বিদ্রোহী গোষ্ঠীগুলোর আকস্মিক হামলায় বিভিন্ন শহরের নিয়ন্ত্রণ হারাচ্ছে সিরিয়ার সরকারি বাহিনী। এ অবস্থায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দামেস্ক ছেড়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।
রোববার সকালে বার্তা সংস্থা রয়টার্সের বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাশার আল-আসাদ দামেস্ক ছাড়লেও কোথায় গেছেন, সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বার্তা সংস্থা রয়টার্স দুই সিনিয়র সিরিয়ান কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, একটি বিমানে চড়ে দামেস্ক ছেড়ে অজানা গন্তব্যে চলে গেছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
অন্যদিকে, এসওএইচআর ওয়ার মনিটর বলেছে, দামেস্ক বিমানবন্দর ছেড়ে যাওয়া একটি ব্যক্তিগত বিমান সম্ভবত আসাদকে বহন করেছিল।
বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নামের একটি ইসলামিক সশস্ত্র গোষ্ঠী, যারা এই অভিযানের নেতৃত্বে আছে তাদের টেলিগ্রাম হ্যান্ডেলে বলেছে, এর মাধ্যমে একটি অন্ধকার যুগের অবসান ঘটেছে, এবং এক নতুন যুগের সূচনা ঘটেছে।
দামেস্কের পথে পথে ব্যাপক সংখ্যক মানুষকেউল্লাস করতে দেখা গেছে।
বিদ্রোহীরা বলছে, আসাদ সরকারের নিপীড়নের শিকার শত শত মানুষ যারা কারাবন্দি ও বাড়িঘর ছেড়ে পালিয়ে ছিলেন তারাএখন নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারেন।
এদিকে, রাজধানীর সবচেয়ে বড় কারাগার সেদনায়া থেকে হাজার হাজার বন্দিকে মুক্ত করেছে বিদ্রোহীরা। সিরিয়া বিভিন্ন শহর থেকে হেজবুল্লাহ বাহিনী তাদের সৈন্য প্রত্যাহার করেছে।
প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অবস্থান নিয়ে গুজব ছড়িয়ে পড়েছে, লোকেরা দামেস্কের ভেতরে এবং বাইরে ফ্লাইট লগইন করছে যাতে তিনি চলে গেছেন কিনা তা খুঁজে বের করতে।
তবে প্রেসিডেন্ট আসাদের অফিস এই ধরনের রিপোর্ট অস্বীকার করেছে। তারা বলেছে যে তিনি এখনও দামেস্কে কর্মরত আছেন। প্রেসিডেন্ট জাতীয় ও সাংবিধানিক কাজে ব্যস্ত রয়েছেন এবং রাজধানী দামেস্কেই আছেন।
কিন্তু তার কোনো চিহ্ন পাওয়া যায়নি।
গত বুধবার থেকে বিদ্রোহী গোষ্ঠীগুলো আকস্মিক হামলা চালিয়ে বাশারের বাহিনীকে পিছু হটতে বাধ্য করেছে। গত ২৭ নভেম্বর হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠীগুলো সরকারি বাহিনীর ওপর আকস্মিক হামলা শুরু করে।
আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট একটি সংগঠন থেকে বের হয়ে এইচটিএস গঠিত হয়।
এইচটিএসের নেতৃত্বে ঘটনার আকস্মিকতায় দৃশ্যত অপ্রস্তুত হয়ে পড়ে সরকারি বাহিনী। বিদ্রোহীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল করে নেয়। এরপর গত বৃহস্পতিবার মধ্যাঞ্চলীয় হামা শহর থেকে পিছু হটে সরকারি বাহিনী।
এরপর থেকে একে একে অন্য শহরগুলোর নিয়ন্ত্রণ হারাচ্ছে আসাদের সরকারি বাহিনী।
এএইচ