ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

মৌলভীবাজারে আ.লীগ নেতার বাড়িতে আগুন, ২ নারীর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫০ এএম, ৮ ডিসেম্বর ২০২৪ রবিবার

মৌলভীবাজারে প্রাক্তন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রুমেল আহমদের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে রুমেল চেয়ারম্যানের মা ও তার মাকে দেখা শোনার জন্য প্রতিবেশি এক নারী ঘরেই দগ্ধ হয়ে মারা যান।

রোববার (৮ ডিসেম্বর) ঘরের দিকে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন গিয়াস উদ্দিনের স্ত্রী ফুলছা বিবি (৬৪) ও মো. বাবুল ইসলামের স্ত্রী মেহেরুন নেছা (৬৫)।

পুলিশ জানায়, মোস্তফাপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রুমেল আহমদের বাড়িতে রোববার ভোরের দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে রুমেল চেয়ারম্যানের মা ও তার মাকে দেখা শোনার জন্য পাশের বাড়ির অপর এক মহিলা ঘরেই দগ্ধ হয়ে মারা যান। কি কারণে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে পুলিশ এখনও নিশ্চিত করে বলতে পারেনি। 

তবে বৈদ্যুতিক সট সার্কিট থেকে ঘটতে পারে বলে তাদের ধারণা।

নিহত মেহেরুণ নেছার দেবর প্রাক্তন ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রুমেল আহমদ ও তার ভাই চলমান রাজনৈতিক মামলার আসামি থাকায় তাদের মা ও পাশের বাড়ির ওই মহিলা ছাড়া কেউই বাড়িতে ছিলেন না।

প্রতিবেশী আব্দুল হেকিম ভোল্লা জানান, তারা উঠে আসার আগেই আগুনে পুড়ে সব ছাই হয়ে যায়। ঘরের ভিতরেই মারা যান মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রুমেল আহমদের মা মেহেরুণ নেছা ও ফুলছা বিবি।

এএইচ