ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে জামায়াত আমীরের বৈঠক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫২ এএম, ৯ ডিসেম্বর ২০২৪ সোমবার

জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশস্থ ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। 

রোববার হাইকমিশনারের বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

সাক্ষাৎকালে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে অভিমত ব্যক্ত করা হয়।

কয়েক দিন আগে ব্রিটিশ পার্লামেন্টের একজন সদস্য বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে বিভ্রান্তিকর ও অসত্য মন্তব্য করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ওই সদস্যের মন্তব্যের প্রতিবাদলিপি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা হয়।

জামায়াতে ইসলামীর প্রতনিধি দলে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, প্রফেসর ড. মাহমুদুল হাসান ও সহকারী সেক্রেটারি জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের।

এএইচ