দিল্লির ৪৪ স্কুলে বোমা হামলার হুমকি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:০০ পিএম, ৯ ডিসেম্বর ২০২৪ সোমবার

ভারতের রাজধানী নয়াদিল্লির ৪৪টি স্কুলে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। ই-মেইলের মাধ্যমে দেয়া এই হুমকির পর স্কুলগুলোতে আতঙ্কের সৃষ্টি হলে শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।
রোববার রাত ১১টা ৩৮ মিনিটে ই-মেইলটি পাঠানো হয়। ই-মেইলে দাবি করা হয়, ভবনের ভেতরে একাধিক বোমা রাখা হয়েছে। এ খবর এনডিটিভি’র।
সোমবার সকালে স্কুল খুলতেই বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। একের পর এক স্কুলে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে।
এখন পর্যন্ত অন্তত দু’টি স্কুলের কথা জানিয়েছে দিল্লি পুলিশ। একটি দিল্লির আরকে পুরমে এবং অন্যটি পশ্চিম বিহার অঞ্চলে।
ই-মেইলে বলা হয়েছে, বোমাগুলো ছোট, আর খুব সূক্ষ্মভাবে লুকানো আছে। বোমা নিষ্ক্রিয় করার কথা বলে ৩০ হাজার ডলার দাবি করেছে হুমকিদাতা।
এতে আরও বলা হয়েছে, ‘বোমা বিস্ফোরিত হলে ভবনের খুব বেশি ক্ষতি হবে না, তবে তাতে অনেক মানুষ আহত হবে। আপনারা সবাই পরিণতি ভোগ এবং অঙ্গ হারানোর প্রাপ্য।’
দিল্লি ফায়ার সার্ভিস স্থানীয় সময় সকাল সোয়া ৬টার দিকে জিডি গোয়েঙ্কা স্কুল থেকে প্রথম কল পায়। পরে সকাল ৭টা ৬ মিনিটে ডিপিএস আর কে পুরম থেকে একই বিষয়ে আরেকটি কল আসে।
ঘটনায় ইতিমধ্যে তদন্তও শুরু করেছে পুলিশ। কে বা কারা স্কুলে ওই হুমকি দিয়ে ইমেল পাঠিয়েছে, তার খোঁজে নেমেছে দিল্লি পুলিশ।
এএইচ