কারাগারে হাই কমোড চাইলেন পলক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৪৭ পিএম, ৯ ডিসেম্বর ২০২৪ সোমবার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী মানিক মিয়া হত্যা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কারাগারে পলকের জন্য হাই কমোড চেয়ে আবেদন করেছেন তার আইনজীবী।
সোমবার (৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেন।
এর আগে সোমবার সকালে তাকে আদালতে হাজির করা হয়। পরে তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করলে আসামির শারীরিক অবস্থা বিবেচনায় তার আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানান, সোমবার সকালে তাকে ঢাকার সিএমএম আদালতে আনা হয়। পরে সাত দিনের পুলিশি জিজ্ঞাসাবাদের (রিমান্ড) আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। এসময় শারীরিক অবস্থা বিবেচনায় রিমান্ড বাতিলের আবেদন করেন পলকের আইনজীবীরা। পরে দুই পক্ষের শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন বিচারক।
তিনি জানান, একই আদালতে পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সচিব শাহ কামালকে দুই দিনের রিমান্ড আদেশ দেয়া হয়।
এসএস//