ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১৩ ১৪৩১

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা-মেয়ের মৃত্যু বরণ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৩:১০ পিএম, ৯ ডিসেম্বর ২০২৪ সোমবার

গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা-মেয়ে আত্মহত্যা করেছেন।  

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুরের সাতখামাইর রেলওয়ে স্টেশন কাছে এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক কলহের জের ধরে সন্তানকে নিয়ে ওই নারী আত্মহত্যা করেছেন বলে স্থানীয়দের ধারণা।

নিহতরা হলেন ময়মনসিংহের পাগলার টেংগাবর গ্রামের রাসেল মিয়ার স্ত্রী নাসরিন আক্তার ও তার ১১ মাস বয়সী শিশু রওজাতুল জান্নাত রাকসা। 

রাসেল স্থানীয় একটি গার্মেন্টস কারখানার শ্রমিক। স্ত্রী নাসরিন আক্তার ও ১১ মাস শিশুকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করত তিনি।

স্থানীয়রা জানায়, সকাল থেকেই নাসরিন আক্তার তার শিশুসহ সাতখামাইর আমতলা এলাকায় রেললাইনের পাশে বসা ছিলেন। মোবাইল ফোনে দীর্ঘ সময় কথা বলে কারো সঙ্গে ঝগড়া করেন। এসময় ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ট্রেন আসার সঙ্গে সঙ্গে তিনি শিশুসহ ট্রেনের নিচে ঝাঁপ দেন। 

এতে ঘটনাস্থলেই মারা যান শিশুটির মা। গুরুতর আহত শিশুকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, সকালে মহুয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নারী শিশুর  হতাহতের ঘটনা ঘটেছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

এএইচ