ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

বাংলাদেশের ‘বৈধ’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাই: শুভেন্দু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩১ পিএম, ১০ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ‘অবৈধ’। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ‘বৈধ’ এমনটাই দাবি করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। 

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন, এবং তাকে সম্মানের সঙ্গে স্যালুট জানানো হবে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ঘোজাডাঙ্গা সীমান্তে একটি সনাতনী সংগঠনের কর্মসূচিতে অংশ নিয়ে শুভেন্দু এসব কথা বলেন।

গণমাধ্যমের প্রশ্নের জবাবে পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, আমরা বাংলাদেশ সৃষ্টি করেছি। আমাদের ১৭ হাজার সেনা আত্মত্যাগ করেছেন। আমরা বঙ্গবন্ধু মুজিবুর রহমান ও দলাই লামাকে সুরক্ষা দিয়েছি।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে হলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরাতে হবে। বর্তমানে বাংলাদেশে যে সরকার আছে, সেটি অবৈধ কেয়ারটেকার সরকার। আমি বিশ্বাস করি, যুক্তরাষ্ট্রসহ মানবতাবাদী দেশগুলো এই অবৈধ সরকারকে অপসারণে এগিয়ে আসবে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে তিনি আইসিস, তালেবান ও হামাসের আরেকটি সংস্করণ বলেও উল্লেখ করেন।

এসএস//