এবার ১৫ মিনিটে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি তৃণমূল নেতার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:০৯ পিএম, ১১ ডিসেম্বর ২০২৪ বুধবার
সম্প্রতি ১৫ মিনিটে বাংলাদেশ ক্লিয়ার করার হুমকি দেন বিজেপি নেতা ও তেলেঙ্গানার বিধায়ক টি রাজা সিং। এবার সেই সুরে সুর মিলিয়ে মাত্র ১৫ মিনিটে পশ্চিমবঙ্গের মুসলিমরা বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি দিয়েছেন তৃণমূল কংগ্রেস মালদা জেলার সংখ্যালঘু সেলের সভাপতি টিংকুর রহমান বিশ্বাস।
আজ বুধবার (১১ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করে তিনি এ হুমকি দিয়ে বলেন, ‘১৫ মিনিটের জন্য বর্ডার খুলে দেওয়া হোক, পশ্চিমবঙ্গের মুসলিমরা বাংলাদেশ দখল করে নেবে।’
তৃণমূল কংগ্রেসের এ নেতা আরও বলেন, ‘গতকালকেও আমরা দেখেছি, বিএনপি’র নেতারা আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করছিলেন। আমি বলতে চাই, আমরা সংখ্যালঘু মুসলিম যারা আছি, এখানে আমাদের জন্য যথেষ্ট বাংলাদেশ দখল করা। আমি বলেছি, ১৫ মিনিটের জন্য বর্ডার খুলে দেন, বাংলাদেশ দখল করে নেব। পুলিশ লাগবে না, ফোর্সও লাগবে না। বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র যার জন্ম দিয়েছে ভারতবর্ষ। ওদের ৭ লাখ শরণার্থীকে খাওয়া-দাওয়া করিয়ে নিজের দেশে পাঠিয়েছিল। সেই বাংলাদেশ আজকে যে জাতির পিতাকে চিনে না, মূর্তি ভাঙে, তার থেকে কি আর আশা করতে পারে।’
প্রসঙ্গত গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের সব নেতাকে নির্দেশ দিয়েছেন, বাংলাদেশ প্রসঙ্গে মন্তব্য করতে বিরত থাকার জন্য। কিন্তু দলের লাগাম যে জেলা নেতৃত্বদের ওপরে নেই সেটা এ দিন স্পষ্ট হয়ে গেল।
এমবি