চার ম্যাচে ৪০ গোল খেলো বাংলাদেশের মেয়েরা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৫৮ পিএম, ১১ ডিসেম্বর ২০২৪ বুধবার
ওমানের মাসকাটে অনূর্ধ্ব-২১ নারী এশিয়া কাপ হকিতে প্রথমবার অংশ নিয়েছে বাংলাদেশের মেয়েরা। তবে, প্রথমবারের অভিজ্ঞতা তীক্তই হলো তাদের। এশিয়া কাপ হকির চার ম্যাচে ৪০ গোল হজম করেছে বাংলাদেশ।
বুধবার ওমানের মাসকাটে গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের মেয়েরা ৬-১ গোলে হেরেছে মালয়েশিয়ার কাছে। গ্রুপের সবগুলো ম্যাচ হেরে বাংলাদেশ এখন নবম স্থানের জন্য লড়বে শ্রীলংকার বিপক্ষে।
বাংলাদেশের অভিষেক হয়েছিল চীনের কাছে ১৯-০ গোলে হার দিয়ে। দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হেরেছিল ১৩-১ গোলে। মঙ্গলবার রাতে থাইল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ খেলার সম্ভাবনা থেকে ছিটকে যায় জাহিদ হোসেন রাজুর দল।
মঙ্গলবার মালয়েশিয়ার কাছে বড় হার দিয়ে গ্রুপ পর্ব শেষ করে বাংলাদেশ। ১০ দলের এই এশিয়া কাপ থেকে সেরা ৫ দল যাবে নারী যুব বিশ্বকাপে। বাংলাদেশ ৪ চার ৪০ গোল হজম করেছে। গোল দিতে পেরেছে তিনটি। দুটি গোল এসেছে অর্পিতা পালের স্টিক থেকে, অন্য গোলটি করেছেন নাদিরা ইমা।
শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের নবম স্থানের লড়াই ১৪ ডিসেম্বর। কয়েকদিন আগে এই মাসকাট থেকে ছেলেরা ফিরেছে যুব বিশ্বকাপের টিকেট নিয়ে।
এমবি