এস আলমের বিরুদ্ধে নারী ব্যবসায়ীর প্রতারণা মামলা
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত : ০৯:০১ পিএম, ১২ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার | আপডেট: ০৯:০৩ পিএম, ১২ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার
প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে চট্টগ্রামের এক নারী ব্যবসায়ীর ২৯ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ও তার সহকারি আকিজ উদ্দিনের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে লা অ্যারিস্টোক্রেসী রেষ্টুরেন্টের মালিক নাজমে নওরোজ মামলাটি করেন।
বাদীর আইনজীবী শুভঙ্কর ঘোষ সাংবাদিকদের জানান, আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদের সাথে ব্যবসায়িক সূত্রধরে পরিচয় হয়। এ সূত্র ধরে ব্যাংকের কাজির দেউরির মহিলা শাখা থেকে কয়েক দফায় ৩০ কোটি টাকার ঋণ নেন নাজমে নওরোজ। পরে সাইফুল আলম মাসুদ এবং আকিজ উদ্দিন খালি চেকের মাধ্যমে ঋণের ২৯ কোটি টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেন।
টাকা চাইতে গেলে বিভিন্ন সময় ভয়ভীতি এবং হুমকি দেয় বলে অভিযোগ ভুক্তভোগীর। চলতি বছরের ২২ জুলাই নাজমে নওরোজ টাকাগুলো ফেরত চাইলে তাকে আজিক খুন করে লাশ গুম করার হুমকি দেন বলে অভিযোগ এনেছেন।
এএইচ