৬০ হাজার শূন্যপদে নিয়োগ শিগগিরই: উপদেষ্টা আসিফ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:৫৫ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৪ শনিবার
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে ৬০ হাজার শূন্যপদ আছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়টির উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শিগগিরই এসব পদে নিয়োগ প্রতিক্রিয়া শুরু হবে বলে জানান তিনি।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, শুধুমাত্র স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়েই প্রায় ৬০ হাজার শূন্যপদ আছে। শিগগিরই এর নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
এর আগে গত ২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠিতে জানানো হয়েছে, সরকারি কর্মচারীদের পরিসংখ্যান ২০২৩ অনুযায়ী- বর্তমানে সরকারের অনুমোদিত শূন্যপদের সংখ্যা ৪ লাখ ৭৩ হাজার একটি।
এদিকে গত বুধবার (৪ ডিসেম্বর) বিসিএসসহ সব ধরনের সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সংশোধিত প্রজ্ঞাপনের বিধিমালায় বিসিএসে অংশগ্রহণে পরীক্ষার ফি ৭০০ টাকার স্থলে ২০০ টাকা এবং অনগ্রসর নাগরিকদের ১০০ টাকার স্থলে ৫০ টাকা করা হয়েছে। মৌখিক পরীক্ষায় বিদ্যমান ২০০ নম্বর থেকে কমিয়ে ১০০ নম্বর করা হয়েছে।
এএইচ