আ.লীগ আমলে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের নতুন কর্মসূচি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:২৩ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৪ শনিবার
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। আগামীকাল রোববার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থানের ঘোষণা দিয়েছেন তারা।
আজ শনিবার (১৪ ডিসেম্বর) বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রধান উপদেষ্টাসহ অন্য উপদেষ্টারা বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতির সুপারিশ ইতোমধ্যে অনুমোদন দিয়েছেন। কিন্তু অজ্ঞাত কারণে এ বিষয়ে অহেতুক বিলম্ব করা হচ্ছে, যা শত শত বঞ্চিত কর্মকর্তা কোনোভাবেই মেনে নিতে পারছেন না।’
এতে আরও বলা হয়, ‘রিভিউ কমিটির প্রস্তুতকৃত সুপারিশ বিন্দুমাত্র সংযোজন কিংবা বিয়োজন ছাড়াই অতি দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতে ১৫ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপস্থিত থাকার জন্য বঞ্চিত সব ক্যাডার ও নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের অনুরোধ করা হলো।’
এমবি