ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১৪ ১৪৩১

ঢাকা-গাজীপুর রুটে চার জোড়া কমিউটার ট্রেন চালু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৮ এএম, ১৫ ডিসেম্বর ২০২৪ রবিবার | আপডেট: ১০:১৩ এএম, ১৫ ডিসেম্বর ২০২৪ রবিবার

ঢাকা থেকে গাজীপুর, এই রুটে চালু হলো চার জোড়া কমিউটার ট্রেন। নতুন এ কমিউটার সার্ভিস চালু করায় উচ্ছ্বসিত এ রুটের চলাচলকারী যাত্রীরা।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে ৭টায় জয়দেবপুর জংশনে ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। 

এসময় উপস্থিত ছিলেন রেল মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম, রেলওয়ে ডিজি আফজাল হোসেন, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন। 

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, বিজয় দিবসের প্রাক্কালে ঢাকা জয়দেবপুর কমিউটার ট্রেনটি চালু করা হলো। এটা করার উদ্দেশ্য হলো গাজীপুর থেকে আপনারা যেনো ঢাকায় অফিস করে ফিরতে পারেন। আমরা সব শ্রেণীর জন্য যাতায়াতের ব্যবস্থা রেখেছি। এখন অল্প সময়ের মধ্য যাত্রীরা যাতায়াত করতে পারবেন। 

এরপর নরসিংদী-ঢাকা ও নারায়ণগঞ্জ-ঢাকা রুটেও কমিউটার ট্রেন চালু করা হবে বলে জানান তিনি।

এদিকে, ঢাকা-গাজীপুর রুটে নতুন এ কমিউটার সার্ভিস চালু করায় উচ্ছ্বসিত এ রুটে চলাচলকারী যাত্রীরা। তারা বলছেন, এই ট্রেন সার্ভিসের ফলে ঢাকা অফিস ও দ্রুত সময়ে পৌঁছানো যাবে। 

এএইচ