স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে আটক আ.লীগের ৭ জন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:০৮ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার | আপডেট: ০২:১২ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার
মহান বিজয় দিবসে সাভার স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান মাহবুবসহ ৭ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ দুপুরের দিকে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান মাহবুবসহ পাঁচজন সাভার স্মৃতিসৌধে ফুল দিতে আসেন। এ সময় তারা ফুলের ডালা থেকে আওয়ামী লীগের নাম মুছে দেয়।
তিনি জানান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব, ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের কর্মী মিল্টনসহ সাত জনকে আটক করা হয়েছে।
ওসি আরও বলেন, আটক করে তাদের একটি কক্ষে রাখা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, ১৬ ডিসেম্বর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের নেতৃত্বে স্থানীয় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্যের কর্মীরা স্মৃতিসৌধে ফুল দিতে আসেন।
পরে খবর পেয়ে ডিবি পুলিশ ও আশুলিয়া থানা পুলিশ সেখানে এসে ফুলের তোড়াসহ সাত নেতাকর্মীকে আটক করে।
এছাড়া কিশোরগঞ্জে শহীদ স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে আওয়ামী লীগ নেতা মোতায়েম হোসেন স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এএইচ