ঢাকা, মঙ্গলবার   ১৭ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৩ ১৪৩১

ডিপজলের সমালোচনায় নেটিজেনরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৪৩ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার

ঢাকাই সিনেমার পরিচিত মুখ মনোয়ার হোসেন ডিপজল। শুরুতে খল-অভিনেতা হয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করলেও পর্যায়ক্রমে সেখান থেকে সরে এসে দারুণ সব চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন গুণী এই অভিনেতা।

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ঢালিউডের এই অভিনেতা। একসময় দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির সঙ্গে ছিলেন। পরে আওয়ামী লীগের হয়েও বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে তার সরব উপস্থিতি ছিল দৃশ্যমান। সাড়া না পেলেও জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বেও ছিলেন তিনি।

তবে এবার বিজয় দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে পোস্টার প্রকাশ করে রাজনীতির মাঠে আলোচনায় আসলেন ডিপজল। কেননা ডিপজল তার পোস্টার প্রকাশ করেছেন বিএনপির ব্যানারে। রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে ডিজাইন করা পোস্টার আসা এই তারকার পোস্টারে দেখা গেছে, বিএনপির শীর্ষ তিন নেতার ছবি এবং স্লোগান। আওয়ামী লীগের মনোনয়ন কেনা এই অভিনেতা তাতে আরও ব্যবহার করেছেন জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি। আর তাতেই জমে উঠেছে সমালোচনা।

ডিপজল ক্যাপশনে ডিপজল লিখেছেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। যাদের মহান আত্মত্যাগে আমাদের এই স্বাধীনতা, সেই সব বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। লাখো শহীদের রক্তে লেখা, বিজয়ের এই ইতিহাস, মুক্তির বার্তা নিয়ে বারবার ফিরে আসুক ডিসেম্বর মাস।

প্রসঙ্গত, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঢাকা-১৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কেনেন ডিপজল। ২০২১ সালেও ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়েছিলেন। গত আগস্টে সরকার পতনের পর তার নামে হয়েছে একাধিক মামলা। সমালোচকদের অনেকেই বলছেন, মামলা থেকে রেহাই পেতেই ভোল পালটেছেন ডিপজল।

এসএস//