ঢাকা, বুধবার   ১৮ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৩ ১৪৩১

স্ত্রী-ভাইসহ ডিবি হারুনের বিরুদ্ধে দুদকের মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:১২ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার | আপডেট: ০৬:১৫ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশীদ, তার স্ত্রী শিরিন আক্তার ও ভাই এ বি এম শাহরিয়ারের বিরুদ্ধে প্রায় ৪১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক তিনটি মামলা দায়ের করেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন অর রশিদের বিরুদ্ধে ১৭ কোটি ৫১ লাখ টাকা, তার স্ত্রী শিরিন আক্তারের বিরুদ্ধে ১০ কোটি ৭৬ লাখ টাকা ও হারুনের ভাই এ বি এম শাহরিয়ারের বিরুদ্ধে ১২ কোটি ৯৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাগুলো দায়ের করা হয়েছে। পুলিশ কর্মকর্তা হয়েও এত সম্পদের মালিক হারুনের বিরুদ্ধে, আওয়ামী লীগ আমলে কোনো পদক্ষেপ ছিল না দুদকের। তবে, গেল ১৯ আগস্টে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে মাঠে নামে তারা।

এরপর গত ২৫ অক্টোবর সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, তাঁর মা-স্ত্রী-মামা-চাচাসহ ১২ জনকে, অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করার কথা জানায় দুদক। এ জন্য ৩১ অক্টোবর ও ৩ নভেম্বরে তলব করা হয় তাঁদের। সংস্থাটি ওই দিন জানায়, তলবে সাড়া না দিলে ধরে নেওয়া হবে, অবৈধ সম্পদের বিষয়ে কোনো বক্তব্য নেই অভিযুক্তদের।

এমবি