আর্মি স্টেডিয়ামে কনসার্ট: এক্সপ্রেসওয়েতে টোল ছাড়
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:২০ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার
আগামী ২১ ডিসেম্বর জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সহায়তার জন্য রাজধানী ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইকোস অব রেভল্যুশন’ শীর্ষক কনসার্ট। এতে পারফর্ম করবেন জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। এই চ্যারিটি কনসার্ট ঘিরে আসছে একের পর এক সুসংবাদ। এবার জানা গেল, কনসার্টের আয়োজনের দিনে (২১ ডিসেম্বর) যানবাহন থেকে কোনো টোল আদায় করবে না ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান মঙ্গলবার এক বার্তায় বলেছেন, ওই দিন দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত টোল ছাড়াই এয়ারপোর্ট, কুড়িল ও বনানী র্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়ে ব্যবহার করা যাবে।
কনসার্ট ঘিরে যানজটের ভোগান্তি কমাতে এমন সিদ্ধান্তের কথা বলছেন এই কর্মকর্তা; তবে এক্সপ্রেসওয়ের অন্য র্যাম্প ব্যবহারীদের টোল দিতে হবে।
জুলাই-অগাস্টের গণআন্দোলনে হতাহতদের পরিবারের আর্থিক সহায়তায় এ কনসার্ট আয়োজন করছে 'স্পিরিটস অফ জুলাই’ নামে একটি প্ল্যাটফর্ম। সেখানে গাইবেন পাকিস্তানের জনপ্রিয় শিল্পী রাহাত ফাতেহ আলী খান।
আয়োজকরা বলছেন, কনসার্টের জন্য কোনো পারিশ্রমিক নেবেন না রাহাত ফাতেহ আলী। কনসার্ট থেকে অর্জিত অর্থ যাবে শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে গত ২৯ নভেম্বর শুক্রবার সংবাদ সম্মেলনে সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন 'স্পিরিটস অফ জুলাই' এর সদস্যরা।
প্ল্যাটফর্মটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী হাসান মাহমুদ রিজভী বলেন, রাহাত ফাতেহ আলী খানের সঙ্গে ‘স্পিরিটস অফ জুলাই’ প্ল্যাটফর্মের চুক্তি হয়েছে। তিনি বিনা পারিশ্রমিকে গান করবেন বলে ‘প্রতিশ্রুতি দিয়েছেন’। অর্থাৎ তার পারিশ্রমিকও আহত-নিহতদের পরিবারকে দেওয়া হবে।”
চ্যারিটি শো ‘ইকোস অব রেভ্যুলেশন’ নামের এই কনসার্টে বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফতেহ আলী খান বিনা পারিশ্রমিকে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। কনসার্টে আরও গান গাইবেন জনপ্রিয় দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা। এর বাইরেও, জনপ্রিয় র্যাপ সংগীত শিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও থাকছে এ কনসার্টে।
সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার থাকবে। এ কনসার্টের টাইটেল স্পন্সর প্রাইম ব্যাংক।
ছাত্র- জনতার জুলাই অভ্যু্ত্থানে আহত ও নিহতদের সহায়তার জন্য কনসার্টের টিকিট বিক্রির সব অর্থ শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে। রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্টটি। এ কনসার্ট অনুষ্ঠিতর জন্য এরইমধ্যে আর্মি স্টেডিয়ামের ভাড়া মওকুফ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আগামী ২১ ডিসেম্বর বসবে জমকালো এ গানের আসর।
এমবি