ঢাকা, বুধবার   ১৮ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৪ ১৪৩১

এবার ভারতীয় পণ্যে উচ্চ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৩ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৪ বুধবার

এতদিন চীন, কানডা ও মেক্সিকোর ওপর চড়া শুল্ক আরোপের কথা বললেও এখন এই তালিকায় ভারতের নামও যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় পণ্যের ওপর অধিক হারে ট্যাক্স আরোপের হুমকি দিয়েছেন তিনি। 

সোমবার (১৬ ডিসেম্বর) ফ্লোরিডার মার-আ-লাগোতে এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে ভারতের আমদানি করা নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের জবাবে এই হুমকি দেন তিনি। খবর এনডিটিভির।

ট্রাম্প বলেন, ‘শুল্ক আরোপের বিষয়টি হবে পারস্পরিক। যদি তারা আমাদের ওপর শুল্ক আরোপ করে, আমরা তাদের ওপর একই পরিমাণ শুল্ক আরোপ করব। প্রায় সব ক্ষেত্রেই, তারা আমাদের ওপর শুল্ক আরোপ করে, আর আমরা তাদের ওপর শুল্ক আরোপ করি না।’

চীনের সঙ্গে সম্ভাব্য একটি বাণিজ্য চুক্তি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ভারত ও ব্রাজিল সেই কয়েকটি দেশের মধ্যে রয়েছে যারা নির্দিষ্ট মার্কিন পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করে।

তিনি বলেন, ‘পারস্পরিক’ শব্দটি গুরুত্বপূর্ণ, কারণ যদি ভারত আমাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করে, আমরা কি তাদের ওপর শূন্য শুল্ক আরোপ করব? তারা একটি সাইকেল পাঠায় এবং আমরা একটি সাইকেল পাঠাই। তারা আমাদের ১০০ বা ২০০ শতাংশ শুল্ক চাপিয়ে দেয়। 

ট্রাম্প বলেন, ভারত অনেক বেশি শুল্ক আরোপ করে। তারা যদি আমাদের ওপর শুল্ক আরোপ করতে চায়, সেটা ঠিক আছে, তবে আমরা তাদের ওপরও একই পরিমাণ শুল্ক আরোপ করব।

প্রসঙ্গত, প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালীন ভারতকে ‘উচ্চ শুল্কের দেশ’ হিসেবে আখ্যায়িত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। 

এএইচ