এখনও হয়নি মামলা, ইজতেমা মাঠ সরকারের নিয়ন্ত্রণে
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ১১:০৯ এএম, ১৯ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার
টঙ্গীতে ইজতেমার ময়দান দখল নিয়ে জোবায়ের অনুসারী ও সাদ অনুসারীদের সংঘর্ষ ও হতাহতের ঘটনায় এখনও কোন মামলা হয়নি। তবে পুরো ইজতেমা ময়দান নিয়ন্ত্রণে নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সরেজমিনে গিয়ে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে দেখা যায় ইজতেমা মাঠ নিয়ন্ত্রণে রেখেছে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার এনএম নাসির উদ্দিন জানান, ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে জোবায়ের অনুসারী ও সাদ অনুসারীদের সংঘর্ষে ৪ জন নিহত ও শতাধিক আহতের ঘটনায় এখনও মামলা হয়নি। তবে ইজতেমার ময়দানে সভা সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
মুসল্লিরা ময়দান ছেড়ে দেয়ার পর ইজতেমা মাঠ এখন আইন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এর আগে মঙ্গলবার গভীর রাতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে জোবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সাদপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজসহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকে। এসময় মাঠের ভেতর থেকে জোবায়েরপন্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে। জবাবে সাদপন্থীরাও পাল্টা হামলা চালায়।
একপর্যায়ে সাদপন্থীরা মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে ৪ জন নিহত ও শতাধিক আহত হয়।
এ ঘটনার পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখ দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের ৩ (তিন) কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করে।
দেওয়া হয় গণবিজ্ঞপ্তি। তাতে বলা হয়, বিশ্ব ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজতেমা মায়দানসহ আশপাশের ৩ কিলোমিটার এলাকার মধ্যে দুই বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা বা জমায়েত এবং মিছিল সমাবেশ করতে পারবে না, কোনো প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা এ জাতীয় কোনো পদার্থ বহনে নিষেধাজ্ঞা, কোনো প্রকার লাউডস্পিকার বা উচ্চস্বরে শব্দ করতে পারবে না।
এএইচ