ঢাকা, বৃহস্পতিবার   ১৯ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৫ ১৪৩১

বাংলাদেশে নতুন ৮০ হাজার রোহিঙ্গা ঢুকেছে: ড. ইউনূস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:০৫ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার | আপডেট: ০৪:৫৫ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার

বাংলাদেশে নতুন করে অন্তত ৮০ হাজার রোহিঙ্গা প্রবেশের তথ্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৮ ডিসেম্বর) মিশরের কায়রোতে তিনি মালয়েশিয়ার হায়ার এডুকেশন মন্ত্রী ড. জামব্রি আবদুল কাদিরের সঙ্গে এক বৈঠকে এই তথ্য প্রকাশ করেন।

ড. ইউনূস জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতার কারণে গত কয়েক মাসে ৮০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এ সময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রাখাইন রাজ্যের বাস্তুচ্যুত মানুষের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার দাবি জানান।

কায়রোতে অনুষ্ঠিত ডি-৮ সম্মেলনে অংশগ্রহণের জন্য উপস্থিত থাকা ড. ইউনূসের এই বৈঠক ছিল তার সম্মেলন সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ। বৈঠকে বাংলাদেশের মালয়েশিয়ায় কর্মীদের নিয়োগ, উচ্চশিক্ষায় সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং আসিয়ানে বাংলাদেশের সম্ভাব্য যোগদানসহ নানা দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা হয়।

ড. জামব্রি আবদুল কাদির এই সভায় বলেন, রোহিঙ্গা সংকটসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুতে কুয়ালালামপুর বাংলাদেশের প্রতি তার সমর্থন অব্যাহত রাখবে। তিনি আরও উল্লেখ করেন, আমরা বাংলাদেশের সঙ্গে আরও শক্তিশালী এবং ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।

এসএস//