‘অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে চেষ্টা করছে অদৃশ্য গোষ্ঠী’
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:০০ পিএম, ২০ ডিসেম্বর ২০২৪ শুক্রবার
‘অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে একটি অদৃশ্য গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকার করতে গণতন্ত্রের পথকে ভিন্নপথে চালিত করছে’ এমনিটাই মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া বাজার মাঠে আমতা, বালিয়া ও চৌহাট ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের আয়োজিত এক জনসভায় এ কথা বলেন তিনি।
ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, ১৭ বছর আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম ছিল দৃশ্যমান, পতিত স্বৈরাচার ও আধিপত্যবাদী সরকার তারা ছিল দৃশ্যমান। কিন্তু বর্তমানে একটা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তাদের ব্যর্থ করে ঘোলা পানিতে মাছ শিকার করে, একের পর এক সময় বৃদ্ধি করে গণতন্ত্রের পথকে ভিন্নপথে চালিত করে একটি গোষ্ঠী গণতন্ত্রকে অন্ধকার দিকে চালিত করতে চায়। এজন্য সবাইকে সচেতন করতে হবে।
তিনি বলেন, কখনও তারা হিন্দুদের ব্যবহার করে, ইসকনকে ব্যবহার করে, তাবলীগকে ব্যবহার করে দুই পক্ষের মধ্যে গণ্ডগোল করে সংঘাত বাধাতে চায়। ছাত্র আন্দোলনের নেতৃত্বে দেওয়া নেতাদের হত্যার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, একটা রাজনৈতিক দলের নাম বলবো না, তারা আমাদের সঙ্গে আন্দোলন করেছি, কিন্তু তারা ভিন্নপথে চালিত হচ্ছে। তবে বাংলাদেশের মাটিতে আধিপত্যবাদীদের কোনো চক্রান্ত থাকবে না।
ধামরাই উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মো. আসিফুর রহমান মিলন, ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, অধ্যক্ষ এম এ জলিলসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।জাবিতে মাদক সেবনকালে নেপালী শিক্ষার্থী আটক
এমবি