ছাত্রদের ছাড়া কারো প্রতি দায়বদ্ধ নই: উপদেষ্টা ফাওজুল কবির
কিশোরগঞ্জ সংবাদদাতা
প্রকাশিত : ০২:২৫ পিএম, ২১ ডিসেম্বর ২০২৪ শনিবার | আপডেট: ০২:৩৫ পিএম, ২১ ডিসেম্বর ২০২৪ শনিবার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আমাদের শুধু দায়বদ্ধতা আছে ’২৪ আন্দোলনের ছাত্র-জনতার প্রতি, ছাত্রদের ছাড়া আমরা কারোর প্রতি দায়বদ্ধ নই।
শনিবার সকালে কিশোরগঞ্জ উপজেলার অডিটোরিয়ামে সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও ছাত্র সমাজের সাথে মতবিনিময় করেন তিনি। মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন উপদেষ্টা।
ফাওজুল কবির খান বলেন, আমাদের শুধু দায়বদ্ধতা আছে ‘২৪ আন্দোলনের ছাত্র-জনতার প্রতি, ছাত্রদের ছাড়া আমরা কারোর প্রতি দায়বদ্ধ নই।
হাওর ও হাওরের সাথে কিশোরগঞ্জ জেলা ও পার্শ্ববর্তী সিলেটের যোগাযোগ ব্যাবস্থা উন্নতিকরণের প্রতি গুরুত্বারোপ করেন তিনি। সেই সাথে অলওয়েদার সড়ক ঠিক রেখে নদীগুলো ড্রেজিংয়ের মাধ্যমে পুন:খননের উদ্যোগ নেওয়ার কথা জানান উপদেষ্টা।
পরে "কিশোরগঞ্জ-করিমগঞ্জ-চামড়াঘাট সড়ক উন্নীতকরণ” প্রকল্পের আওতায় চলমান কার্যক্রম, জেলার ইটনা উপজেলায় অলওয়েদার সড়ক ও সেচ প্রকল্প পরিদর্শন করেন তিনি।
এএইচ