ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

শিক্ষার্থী প্রত্যয় নিহতে দায়ী চালককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৫১ পিএম, ২২ ডিসেম্বর ২০২৪ রবিবার | আপডেট: ০৪:১৩ পিএম, ২২ ডিসেম্বর ২০২৪ রবিবার

সাভারে সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকার বাসের ধাক্কায় নিহতের ঘটনায় দায়ী বাস চালককে গ্রেফতারসহ নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে নিহতের সহপাঠীরা। 

রোববার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচি থেকে নিহত ওই শিক্ষার্থীর সহপাঠীরা জানান, গতকাল শনিবার বন্ধুদের সাথে খেজুরের রস খেতে গিয়ে বাইসাইকেলেযোগে সাভার সিআরপিতে ফেরার পথে ঢাকা-আরিচা মহাসড়কের মডেল মসজিদের বিপরীতে ঠিকানা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এসময় আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় পুলিশ ঠিকানা পরিবহনের ওই বাসটি জব্দ করলেও পালিয়ে যায় চালক ও হেলপার। তাই, দ্রুততম সময়ে ঘাতক চালককে গ্রেফতারের দাবি জানিয়ে মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা নিরাপদ সড়ক নিশ্চিতে সড়ক পরিবহন আইনের কঠোর প্রয়োগে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।

এএইচ