এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাইভেটকারের যাত্রী নিহত
মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৯:৫২ এএম, ২৩ ডিসেম্বর ২০২৪ সোমবার
ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজার অদূরে কুচিয়ামোড়া এলাকায় কাভার্ডভ্যানের সাথে প্রাইভেটকারের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
বিষয়টি নিশ্চিত করে হাঁসাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আতিকুর রহমান জানান, সোমবার ভোর ৫টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ঘন কুয়াশায় কারণে পণ্যবাহী কাভার্ডভ্যান প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে৷
এ সময় প্রাইভেটকারের আরোহী এক নারী নিহত হন। প্রাইভেটকারটি মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল।
নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানায় শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আবুল কালাম আজাদ।
উল্লেখ্য, গতকাল রোববার সকালে ঘন কুয়াশায় এই মহাসড়কে একাধিক দুর্ঘটনায় নিহত হন ১ প্রাইভেটকার চালক। আহত হন অন্তত ১০ জন।
এএইচ