ঘন কুয়াশায় নাটোরে ৬ ট্রাকে সংঘর্ষ, নিহত ১ আহত ৭
নাটোর প্রতিনিধি
প্রকাশিত : ১১:১৮ এএম, ২৩ ডিসেম্বর ২০২৪ সোমবার
ঘন কুয়াশায় থাকায় নাটোর-বগুড়া মহাসড়কে ৬টি ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হুসাইন (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এসময় অন্তত ৭ জন আহত হয়েছেন।
আজ সোমবার সকাল ৭টার দিকে ডালসড়ক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত হুসাইন ঝিনাইদহ জেলার কালীগঞ্জের সিদ্দিকের ছেলে।
দুর্ঘটনার পর সড়কের দুই পারে শত শত যানবাহন আটকা পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়।
নাটোর সড়ক বিভাগ বলছে, সড়কের ওপর দুর্ঘটনাকবলিত ট্রাকগুলোকে যান চলাচল স্বাভাবিক করতে বনপাড়া থেকে রেকার আনা হচ্ছে। রেকার পৌঁছালে ট্রাক সড়িয়ে দিলে যান চলাচল স্বভাবিক হবে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শি সূত্রে জানা যায়, আজ সোমবার সকালে বালু বোঝাই একটি ডাম ট্রাক সিংড়ার দিকে যাওয়ার সময় ডালসড়ক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সাথে ধাক্কা খায়। এসময় পাথর বোঝাই ট্রাকের পেছনে আসা আরও চারটি ট্রাক একে অপরের সাথে ধাক্কা লাগলে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়।
এসময় পাথর বোঝাই ট্রাকসহ দুর্ঘটনাকবলিত ট্রাকের ভেতর চালক ও হেলপাররা আটকা পড়েন।
খবর পেয়ে ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে নেয়ার পথে ট্রাকচালক হুসাইন মারা যান।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশের এসআই সাদ্দাম হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এএইচ