নসিমনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৫:৪২ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার
নারায়ণগঞ্জের আড়াইহাজারের মোল্লারচর এলাকায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার দুপুরে মদনগঞ্জ-নরসিংদী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সোনারগাঁয়ের আমগাঁও এলাকার বাসিন্দা সহিদুল ইসলামের ছেলে সোহাগ মিয়া ও একই এলাকার রফিকের ছেলে উজ্জল হোসেন।
পুলিশ জানায়, নিহত দুই যুবকসহ তিনজন একটি মোটরসাইকেলে করে সোনারগাঁ থেকে নরসিংদীর আঞ্চলিক পাসপোর্ট অফিসে যাচ্ছিলেন। পথে আড়াইহাজার উপজেলায় মোল্লাচর এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি নসিমন মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে তিন আরোহী ছিটকে পড়েন।
এসময় ঘটনাস্থলেই সোহাগ ও উজ্জ্বল মারা যান। গুরুতর আহত অবস্থায় মিঠু নামে অপর আরোহীকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।
তবে ঘটনার পরপরই পালিয়েছে নসিমনসহ চালক।
নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন। এ ঘটনায় পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও উল্লেখ করেন তিনি।
এএইচ