সিরিয়ায় আসাদপন্থীদের হামলায় ১৪ নিরাপত্তা কর্মকর্তা নিহত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:৩৩ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার
পশ্চিম সিরিয়ায় আসাদপন্থী বাহিনীর হামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৪ জন নিরাপত্তা কর্মকর্তা নিহত এবং ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার ভূমধ্যসাগরীয় শহর তারতৌসের কাছাকাছি হামলার ঘটনা ঘটে। সিরিয়ার নতুন বিদ্রোহী-নেতৃত্বাধীন সরকার এ খবর নিশ্চিত করেছে।
রাজধানী দামেস্কের কাছে কুখ্যাত সেদনায়া কারাগারে বিদ্রোহের সাথে যুক্ত থাকার অভিযোগে সাবেক কর্মকর্তাকে গ্রেফতারের চেষ্টা করার সময় নিরাপত্তা বাহিনীর ওপর অতর্কিত হামলা চালানো হয়।
দুই সপ্তাহ আগে, বিদ্রোহী বাহিনী, যা ইসলামিক গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নেতৃত্বাধীন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসন ক্ষমতার পতন ঘটায়।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সংঘর্ষে তিনজন বিদ্রোহীও নিহত হন। নিরাপত্তা বাহিনী পরে আরও সেনা পাঠায়।
একই দিনে, সিরিয়ার সরকার হোমস শহরে রাত্রীকালীন কারফিউ জারি করেছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
সম্প্রতি আলাওয়িত মাজারে হামলার একটি ভিডিও ভাইরালের পরিপ্রেক্ষিতে এ হামলা হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে ভিডিওটি বেশ পুরানো।
গত নভেম্বরের শেষে আলেপ্পোর বিদ্রোহী অভিযানের অংশ হিসেবে ওই হামলার ঘটনা ঘটে। এরপর, হোমস শহরে এক বিক্ষোভকারী নিহত এবং পাঁচজন আহত হন।
তারতৌস এবং লাতাকিয়া শহরসহ আসাদের জন্মস্থান কারদাহতেও বিক্ষোভ হচ্ছে।
এদিকে, সিরিয়ায় সংখ্যালঘু আলাওয়িত সম্প্রদায়ই আসাদ পরিবারের রাজনৈতিক ও সামরিক বাহিনীর মূল ভিত্তি হওয়ায় সাম্প্রতিক সময়ে এই সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার ঘটনা বৃদ্ধি পেয়েছে।
সিরিয়ায় দীর্ঘ দিন শাসন করেছে আসাদ পরিবার। বাশারের বাবা হাফিজ আল-আসাদ টানা ৩০ বছর সিরিয়া শাসন করেছিলেন। বাশার এবং তাঁর বাবা হাফিজ দু’জনে মিলে ৫০ বছরের বেশি সময় সিরিয়া শাসন করেছেন।
২০০০ সালে হাফিজের মৃত্যুর পর ক্ষমতায় আসেন বাশার। টানা ২৪ বছর শাসন করার পর গত ৮ ডিসেম্বর সিরিয়ায় তাঁর সাম্রাজ্যের পতন হয়।
এএইচ