ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১৩ ১৪৩১

আত্মসমর্পণের পর কারাগারে পুলিশ সুপার

কুষ্টিয়া প্রতিবেদক

প্রকাশিত : ০২:৫০ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার | আপডেট: ০২:৫৯ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার

একটি হত্যা মামলায় আত্মসমর্পণ করেছেন কুষ্টিয়ার সাবেক পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত। এরপর তাকে কারাগারে পাঠান আদালত।

বৃহস্পতিবার দুপুরে তিনি কুষ্টিয়া সদর আমলি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।  কুষ্টিয়া মডেল থানার শিহাবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তানভীর আরাফাত বর্তমানে উপ-পুলিশ কমিশনার হিসেবে সিলেটে পুলিশের ডিআইজি কার্যালয়ে কর্মরত।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর কুষ্টিয়া শহরের মিললাইন এলাকার লালন শাহ সড়কের আবদুর রাজ্জাকের ছেলে সুজন হোসেন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। ৫ বছর আগে বিএনপির কর্মী সুজন মালিথাকে হত্যার অভিযোগে হওয়া ওই মামলায় কুষ্টিয়ার সাবেক এসপি এস এম তানভীর আরাফাত ও কুষ্টিয়া-৪ আসনের সাবেক সাংসদ আব্দুর রউফসহ ১৫ জনের নাম উল্লেখ করা হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর রাতে আসামিরা সবাই মিলে সুজন মালিথাকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যান। আসামিরা পরস্পর যোগসাজশে সুজন মালিথাকে কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকায় গুলি করে হত্যা করেন। 

তবে সে সময় পুলিশ দাবি করছিল, সুজন মালিথা মাদক ব্যবসায়ী। দুদল মাদক ব্যবসায়ী ও পুলিশের ত্রিমুখী বন্দুক যুদ্ধে তিনি নিহত হন। সে সময় পুলিশের চারজন এসআই আহত হন বলেও দাবি করা হয়।

পুলিশের দাবি, সে সময় ঘটনাস্থল থেকে পুলিশ ৩শ’ পিচ ইয়াবা, ৫০ বোতল ফেন্সিডিল এবং একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় ৭টি মাদকের মামলা আছে আছে বলেও সে সময় দাবি করেছিল পুলিশ।

এএইচ