দীর্ঘ ১৬ বছর পর এলাকায় ফেরা যুবদল কর্মীকে গুলি করে হত্যা
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত : ০৮:৩৮ এএম, ২৮ ডিসেম্বর ২০২৪ শনিবার | আপডেট: ০৮:৪০ এএম, ২৮ ডিসেম্বর ২০২৪ শনিবার
নোয়াখালী বেগমগঞ্জ আলাইয়াপুর ইউনিয়নে কবির হোসেন নামে এক যুবককে গুলি ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কবির যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। তিনি দীর্ঘ ১৬ বছর এলাকায় বাইরে ছিলেন, সম্প্রতি এলাকায় ফিরে হত্যার শিকার হলেন।
শুক্রবার আলাইয়াপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত কবির হোসেন স্থানিয়া হাজী বাড়ির নুর নবীর ছেলে।
স্থানীয়রা জানায়, নিহত কবির হোসেন যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। দীর্ঘ ১৬ বছর সে এলাকার বাইরে ছিলেন। সম্প্রতি কবির এলাকায় ফিরে আসেন। সে শুক্রবার মসজিদ থেকে জুম্মার নামাজ শেষ করে বাড়ি যাওয়ার পথে একদল দুর্বৃত্ত সিএনজিযোগে এসে প্রথমে তার পায়ে ও পেটে গুলি করে। পরে তাকে জবাই করে মৃত্যু নিশ্চিত হলে ঘাতকরা পালিয়ে যায়।
তবে কে বা কারা কেন হত্যা করেছে এ বিষয়ে এখনও জানা যায়নি।
এই ঘটনায় বেগমগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ লিটন দেওয়ান জানান, পুলিশ এখন পর্যন্ত কবিরের বিরুদ্ধে ৩টি মামলার রেকর্ড পেয়েছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড হতে পারে বলে তিনি জানান।
এএইচ