মাশরাফির অপেক্ষায় সিলেট, বিপিএল খেলছেন কি?
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৪ শনিবার
বিপিএলের ১১তম আসরের দামামা বেজে উঠেছে। আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে বিপিএল। বিপিএলকে কেন্দ্র করে মিরপুরে বসেছে দেশি-বিদেশি ক্রিকেটারদের মিলনমেলা।
এরইমধ্যে মাঠের লড়াইয়ে নামার আগে প্রতিটি দল নিজেদের ক্রিকেটারদের প্রস্তুত করে নিচ্ছে। তবে এখনও নিজ দল সিলেট স্টাইকার্সে যোগ দিতে পারেননি দলটির অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। যা নিয়েই আজ গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দলটির কোচ মাহমুদ ইমন।
রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই খোঁজ মিলছে না মাশরাফির। শঙ্কা আছে তার বিপিএলে খেলা নিয়েও। যে কারণে মাশরাফিকে ছাড়াই প্রস্তুতি নিতে হচ্ছে দলটিকে। তাছাড়া রাজনৈতিক কারণ ছাড়াও দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকা মাশরাফি খেলার মতো যথেষ্ট ফিট কিনা তা নিয়েও রয়েছে সংশয়। তবে এতকিছুর পরও মাশরাফিকে পাওয়ার আশা সিলেটের। এখনও মাশরাফির জন্য অপেক্ষা করে আছে দলটি।
শনিবার মাশরাফিকে নিয়ে মিরপুর শের-ই বাংলার প্রাঙ্গণে সিলেট স্ট্রাইকার্সের কোচ মাহমুদ ইমন বলেন, ‘সে এখনও আমাদের স্কোয়াডে আছে। কারণ এই দলের ওতপ্রোত অংশ হচ্ছে মাশরাফি। পরিস্থিতির ওপর নির্ভর করছে (তার খেলার বিষয়), ও কী অনুভব করছে এবং ফিটনেসের অবস্থা কী এসবও বিবেচনায় থাকছে। সে যদি খেলার পর্যায়ে থাকে বা পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে অবশ্যই খেলবে।’
তার সঙ্গে ফ্র্যাঞ্চাইজির কেমন কথাবার্তা হয়েছে– এমন প্রশ্নে সিলেট স্ট্রাইকার্সের কোচ ইমন বললেন, ‘কথাবার্তা চলতেছে। কিন্তু পরিস্থিতির ওপর নির্ভর করছে সব। তার ফিটনেসের অবস্থা নিয়ে কথাবার্তা হচ্ছে। প্রস্তুতিটাও গুরুত্বপূর্ণ।’
ফিটনেস এবং মাশরাফির সিদ্ধান্তই প্রাধান্য পাবে বলে জানান সিলেটের কোচ, ‘আমি আপনার সঙ্গে একমত। যতক্ষণ পর্যন্ত ফিট হবে না খেলার জন্য, আমরা মনে করি ততদিন পর্যন্ত আমরা বিবেচনায় আনব না মাশরাফিকে। আমরা ওর জন্য অপেক্ষা করব। এটা ওর কল। ও যখনই বলবে খেলার জন্য তৈরি আছে। তারপরও একটা নির্দিষ্ট সময় আছে। যখন আর সময় থাকবে না, তখন ওই জায়গায় আমরা অন্য খেলোয়াড় ডাকব।’
সিলেট স্ট্রাইকার্সের অনুশীলন ও বিদেশি ক্রিকেটারদের দলে যোগ দেওয়া নিয়ে ইমন বলেন, ‘স্থানীয় সবাই ছিল অনুশীলনে। নিলাম থেকে যাদের নিয়েছি তারা সবাই ছিল, শুধু মাশরাফি ছাড়া। আর আমাদের বিদেশি খেলোয়াড় আজকে দুজন ছিল, দুজন ইতোমধ্যে হোটেলে চলে এসেছে। বাকিরা পথে আছে।’
সিলেট স্টাইকার্সের স্কোয়াড :
তানজিম হাসান সাকিব, জাকির হাসান, জর্জ মুনসি, পল স্টার্লিং, রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা, জাওয়াদ আবরার, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম, রাহকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি ও রিস টপলি।
এমবি