ভূতাপেক্ষ পদোন্নতি পেলেন সাইদুর রহমান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:১৩ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৪ শনিবার
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কমর্কতা মো. সাইদুর রহমানকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা উপসচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি পেয়েছেন তিনি।
২৬ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
ভূতাপেক্ষ পদোন্নতির অর্থ হলো, পুরনো কোনও সালের তারিখে তাদের পদোন্নতি কার্যকর ধরা হবে এবং সেই তারিখ থেকে বিভিন্ন বিভাগের এসব কর্মকর্তা নতুন পদের বেতন ভাতা প্রাপ্য হবেন।
পদোন্নতির ওই প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি পাওয়া কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর অথবা ই-মেইলে যোগদানপত্র জমা দিতে পারবেন। পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনও কর্মকর্তার দফতর বা কর্মস্থল পরিবর্তন হলে কর্মরত দফতরের নাম-ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দিতে হবে। কোনও কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
এমবি