আতশবাজি-পটকা-ফানুস উড়ালে হতে পারে জেল-জরিমানাও
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:০৪ এএম, ৩১ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার
বছর ঘুরে আজ আবারও ৩১ ডিসেম্বর। আর ৩১ ডিসেম্বরের দিবাগত রাতকে থার্টি ফার্স্ট নাইট বলা হয়। এই থার্টি ফার্স্টকে কেন্দ্র করে বিশ্বব্যাপী চলে নানা আয়োজন। আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস উড়ানো তার মধ্যে অন্যতম। সরকারের না সত্বেও এসব আস্তে আস্তে বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। তবে, এবার আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানো বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এমন কাজ কেউ করলে তাদের জেলা ও জরিমানার আওতায় আনা হবে।
সোমবার (৩০ ডিসেম্বর) মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী এসব কার্যক্রম দণ্ডনীয় অপরাধ। প্রথমবার আইন লঙ্ঘনে এক মাসের জেল বা পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। পুনরায় অপরাধ করলে ছয় মাসের জেল বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আতশবাজি ও পটকা ফোটানোর কারণে শব্দদূষণ ও বায়ুদূষণ হয়। অতিরিক্ত শব্দদূষণে হৃদরোগ, স্ট্রোক ও মানসিক চাপের ঝুঁকি বাড়ে। এছাড়া, ফানুস উড়ানোর ফলে অগ্নিকাণ্ড ও জীববৈচিত্র্যের ক্ষতি হয়।
এতে মন্ত্রণালয়ের উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, ইংরেজি নববর্ষে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে ঢাকার ক্লাবগুলোতে এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থায় পত্র প্রেরণ করা হয়েছে। জনস্বার্থের জন্য ক্ষতিকর এ কর্মকাণ্ড হতে বিরত থাকতে সকলের প্রতি অনুরোধ জানানো হলো।
এমবি