ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৪ ১৪৩১

এবার প্রশিক্ষণরত ২২ কনস্টেবলকে অব্যাহতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১১ এএম, ৪ জানুয়ারি ২০২৫ শনিবার

রাজশাহীর চারঘাটের সারদা পুলিশ একাডেমি ও টাঙ্গাইলের মির্জাপুর মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণরত ২২ কনস্টেবলকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

শুক্রবার সন্ধ্যায় একাডেমি ছেড়েছেন সারদায় অব্যাহতি পাওয়া কনস্টেবলরা।

সারদায় অব্যাহতি পাওয়া আট কনস্টেবল হলেন– মো. শাকিব, মো. অন্তর, ফজলে রাব্বি, বিক্রম কুমার, নূর আজম, রিয়াজ আলী, আল মামুন ও কিংকর।

একাডেমি সূত্রে জানা যায়, গত ২৪ জুন থেকে সারদা পুলিশ একাডেমিতে ৩৪৭ জন টিআরসি কনস্টেবল ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ নিচ্ছিলেন। এর মধ্য থেকে আটজনকে শৃঙ্খলা ভঙ্গের কারণে শুক্রবার দুপুরে অব্যাহতি দেওয়া হয়। 

প্রশিক্ষণরত কনস্টেবলদের প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান গত ১৯ ডিসেম্বর নির্ধারিত ছিল। কিন্তু অনিবার্য কারণবশত তা স্থগিত করে আগামী ১২ জানুয়ারি পুনর্নির্ধারণ করা হয়েছে। 

এর আগে তিন ধাপে ৩২১ জন উপপরিদর্শকে (এসআই) মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া এলোমেলো হাঁটার অভিযোগে গত ১৬ ডিসেম্বর প্রশিক্ষণরত ২৫ এএসপিকে শোকজ করা হয়েছে। তবে সারদা পুলিশ একাডেমিতে এবারই প্রথম আট কনস্টেবলকে অব্যাহতি দেওয়া হলো।
 
এদিকে, টাঙ্গাইলের মির্জাপুর মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণরত ১৪ কনস্টেবলকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। গত বৃহস্প‌তিবার টাঙ্গাইল পু‌লিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমানের স্বাক্ষরিত আদে‌শে তাদের অব্যাহতি দেওয়া হয়। 

আদে‌শে বলা হ‌য়ে‌ছে, শৃঙ্খলা ভঙ্গজনিত কারণে ২ জানুয়া‌রি বিকেল থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হলো। 

পরে রাতে অব্যাহতি পাওয়া প্রশিক্ষণরত কনস্টেবলরা ট্রেনিং সেন্টার ছেড়ে যান। 

প্রশিক্ষণ থেকে অব্যাহতি পাওয়া ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামের রমজান মিয়া বলেন, ‘প্রশিক্ষণ প্রায় শেষ পর্যায়ে। সমাপনী কুচকাওয়াজের আগে আমাদের এভাবে অব্যাহতি দেওয়া হলো। এটা দুঃখজনক। আমাদের অপরাধ কী তাই আমরা জানি না।’

মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার সূত্রে জানা গেছে, গত বছরের ২৪ জুন টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে ৫৪তম ব্যাচের ৭৯৩ জনের ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। এদের মধ্যে ছয়জন অসুস্থ হওয়ায় বাদ পড়েন। বাকি ৭৮৭ কনস্টেবল প্রশিক্ষণ নিচ্ছিলেন। ১৯ ডিসেম্বর প্রশিক্ষণরত ট্রেইনি রিক্রুট কনস্টেবলের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও সেটি বাতিল করে ১২ জানুয়ারি করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে ট্রেনিং সেন্টারের এক সহকারী পুলিশ সুপার অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এ ব্যাপারে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের ডিআইজি আশফাকুল আলমের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

এএইচ