ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৪ ১৪৩১

বিএনপির কমিটিতে আ.লীগ, নিকলীতে বিক্ষোভ

কিশোরগঞ্জ সংবাদদাতা

প্রকাশিত : ০১:১৬ পিএম, ৪ জানুয়ারি ২০২৫ শনিবার

কিশোরগঞ্জের নিকলী জারুইতলা ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলনে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে আওয়ামী লীগের লোকজন রেখে কমিটি ঘোষণার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ করেছে জারুইতলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের ত্যাগীনেতাদের একাংশ।

শুক্রবার (৩ ডিসেম্বর) বিকালে জারুইতলা ইউনিয়নের রোদারপুড্ডা মাঠে বিএনপির বর্তমান কমিটি বাতিল চেয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির (সদস্য) ও জারুইতলা ইউনিয়নের সভাপতি প্রার্থী মো. আলম মেম্বার। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ও নিকলী উপজেলা যুবদলের আহবায়ক সদস্য মো. মোজাম্মেল হক।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইছাক মেম্বার, জারুইতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নূরুল মেম্বার, সাবেক সদস্য ইসলাম উদ্দিন, সদস্য আউয়াল মেম্বার ও আবতাবুল আলম।

বক্তারা বলেন, দলের দুঃসময়ের ত্যাগীনেতাদের বাদ দিয়ে টাকার বিনিময়ে আওয়ামী লীগের লোকজন সহ কমিটি গঠন করা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক ও বিএনপি'র জন্য কলঙ্কের। 

গত ২৯ ডিসেম্বর জারুইতলা ইউনিয়নের যে কমিটি প্রকাশ করা হয়েছে তাতে সাধারণ সম্পাদক সহ ১০, ১১, ১৫, ৩৯ ও ৪৬ নং তালিকায় যাদের নাম রয়েছে তারা সবাই আওয়ামী লীগের। 

বদরুল আলম মিঠু ঢাকায় বসে  টাকার বিনিময়ে বিএনপিতে এসব আওয়ামী দোসরদের কমিটিতে রেখেছেন বলে অভিযোগ বক্তাদের। তার বলেন, আমরা জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি বিএনপি'র মান অক্ষুন্ন রাখতে এই কমিটি ভেঙে দিয়ে মাঠের প্রকৃত ত্যাগীনেতাদের মূল্যায়ন করে কমিটি গঠন করা হউক। তা না হলে আমরা যারা শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করি আমরা তারেক রহমান পর্যন্ত যাবো এবং যা যা করার তাই করবো। 

এসময় বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জারুইতলা ৩ নং ওয়ার্ডের সভাপতি আসমত আলী, ৫ নং ওয়ার্ডের সভাপতি চাঁন মিয়া, ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, ২নং ওয়ার্ডের সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হেকমত আলী, দামপাড়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুল হাসিম মাষ্টার ও বর্তমান যুগ্নআহ্বায়ক খোকন মিয়াসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় দুইশতাধিক নেতৃবৃন্দ।

এএইচ