ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৪ ১৪৩১

শ্রীপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৫ পিএম, ৪ জানুয়ারি ২০২৫ শনিবার

গাজীপুরের শ্রীপুরে বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ এলাকায় কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে,  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জেলা বিএনপির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ। 

শ্রীপুর পৌর ১নং ওয়ার্ড বিএনপির সদস্য ইমরান হাসান মিলনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. হান্নান মিয়া, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মামুন অর রশিদ, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ নাসিম মন্ডলসহ দলীয় অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মো. খোকন প্রধান। 

এসময় ওয়াদ্দার দিঘী এলাকায় দুই শতাধিক হতদরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এমবি