ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৫ ১৪৩১

প্রযুক্তির সহায়তায় অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার, আটক ৬

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৮ এএম, ৬ জানুয়ারি ২০২৫ সোমবার

পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দরে ডাকাতির পর অপহৃত ব্যবসায়ী শিবানন্দ রায় ওরফে শিবু বণিককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহজনক ৬ জনকে আটক করা হয়েছে।  

রোববার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে নাজিরপুর ইউনিয়নের চর কচুয়া এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। অপহরণের দুই দিন পর ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হলো।

বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে অপহৃত এ ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কচুয়া গ্রামের একটি মসজিদের পাশ থেকে ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। এ সময় পুলিশের টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়। 

পরে ওই ব্যবসায়ীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়। 

এর আগে গত শুক্রবার রাত সোয়া ১০টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ী শিবানন্দ রায়কে অস্ত্রের মুখে জিম্মি করে নদীপথে ট্রলারযোগে অপহরণ করে এক দল ডাকাত। ডাকাত দলের সদস্যরা দোকানের দুই কর্মচারী তাপস ও শংকরের হাত-পা বেঁধে ক্যাশ থেকে প্রায় ৫ লাখ টাকাও লুট করে নিয়ে যায়। 

উদ্ধারের ঘটনা নিশ্চিত করেছেন বাউফল থানার ওসি মোঃ কামাল হোসেন। তিনি বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে উদ্ধার করা হয়। এ বিষয়ে জেলা পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত বলবেন বলে জানান তিনি।

এএইচ