ফরিদপুরে ট্রেনের ধাক্কায় নিহত পাঁচজন নারায়ণগঞ্জের একই পরিবারের
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:০২ পিএম, ৮ জানুয়ারি ২০২৫ বুধবার
ফরিদপুরে রেলক্রসিংয়ে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত পাঁচজনের বাড়ি নারায়ণগঞ্জ শহরের ভূঁইয়াপাড়া এলাকায়। নিহতরা সবাই একই পরিবারের।
নারায়ণগঞ্জ থেকে ফরিদপুর বেড়াতে গিয়ে মঙ্গলবার এ দুর্ঘটনায় প্রাণ হারায় তারা।
দুর্ঘটনায় কবলিত একজনের মোবাইলফোন থেকে জনৈক সাগর জানান দুর্ঘটনায় হতাহতের খবর। এ খবর দ্রুত পরিবার ও স্বজনদের মধ্যে ছড়িয়ে পরে। ধীরে ধীরে বাড়িতে আসতে শুরু করেন স্বজন ও প্রতিবেশীরা।
তাদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এরই মধ্যে কয়েকজন ছুটে যান ঘটনাস্থলে। নিহতরা সবাই একই পরিবারের।
জানা যায়, হতাহতরা মঙ্গলবার ভোরে নারায়ণগঞ্জ থেকে রওনা হয় ফরিদপুরের উদ্দেশে। ফরিদপুর সদর উপজেলার গেরদা রেলক্রসিংয়ে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। তারা সকলেই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন- শহরের ভূঁইয়াপাড়া এলাকার মরহুম হাজী কালু ভুইয়ার নাতিন সাজিয়া আফরিন সাজু, উম্মে মাহমুদা রিংকু, ফাহমিদা শারমীন মুন, মুনের স্বামী মামুন চৌধুরী লিটন ও নাত-বৌ আতিফা রহমান ভূঁইয়া।
নিহত মুন ও লিটনের শিশু কন্যা তাজরী এবং মাইক্রোবাসের চালক জিন্নাহ এ দুর্ঘটনায় আহত হন।
এএইচ