ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৬ ১৪৩১

লন্ডনে পৌঁছেছেন বেগম খালেদা জিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৪১ পিএম, ৮ জানুয়ারি ২০২৫ বুধবার | আপডেট: ০৪:১৫ পিএম, ৮ জানুয়ারি ২০২৫ বুধবার

লন্ডনে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 

বাংলাদেশ সময় বুধবার বেলা ২টা ৫৫ মিনিটে তাকে বহনকারী রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিমান থেকে নামার পরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান।

বিমানবন্দরে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পরিবারের সদস্যরা। অর্ধ যুগের বেশি সময় পর দেখা মা ও ছেলের।

প্রিয় নেত্রীকে স্বাগত জানান যুক্তরাজ্য বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী।

জানা গেছে, বিমানবন্দরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর খালেদা জিয়াকে ভর্তি করা হতে পারে লন্ডন ক্লিনিকে। এজন্য প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স।

এর আগে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে  লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাতে কাতারের আমীরের পাঠানো বিশেষ এয়ার এম্বুলেন্সে তিনি রওনা দেন। 

এরপর কাতারে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন। এসময় কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম বিমানবন্দরে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বিএনপি চেয়ারপারসনের শারীরিক খোঁজখবর নেন।

এএইচ