গেটম্যান ঘুমে, ট্রেনের ধাক্কায় খণ্ড-বিখণ্ড ট্রাক
জামালপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৪:০৪ পিএম, ৮ জানুয়ারি ২০২৫ বুধবার
জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনের সাথে সার বোঝাই একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ট্রাকটি খণ্ড বিখণ্ড হয়ে বিভিন্ন খাদে পড়ে যায়।
আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পৌর এলাকার তালুকদার বাড়ী মোড়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রেনের চালক, ট্রাক চালক ও সহযোগীসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহত ট্রাক চালক ও সহযোগির সঠিক পরিচয় পাওয়া যায়নি।
সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে ভূয়াপুর স্টেশন থেকে চট্রগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ৩৮ ডাউন ট্রেনটি ভোর ৪.৪৫ মিনিটে বয়ড়া স্টেশন থেকে সরিষাবাড়ী যাচ্ছিল। পথিমধ্যে তালুকদার বাড়ী রেলক্রসিং পার হতে গেলে পূর্ব দিক থেকে আসা সার বোঝাই ট্রাক লাইনের উপর উঠে পড়লে ট্রেনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় ট্রাকটি দুমরে মুচড়ে খণ্ড খণ্ড হয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পরে। এ ঘটনায় প্রায় ৬ ঘন্টা সরিষাবাড়ী-তারাকান্দি প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
গেটম্যান ঘুমিয়ে থাকার থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।
এদিকে, বেলা এগারোটার দিকে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের সহযোগিতায় লাইন থেকে ক্ষতিগ্রস্ত ট্রাকটির অংশ সড়িয়ে ট্রেন ও যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
এএইচ